ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী

আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী

আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও নানা আয়োজনে উদযাপিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গৌরব ও সাফল্যের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৯২ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আরএমপি। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি রাজশাহী মহানগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভাপতিত্বে আরএমপি সদর দপ্তরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, রাজশাহী বিভাগ কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত