ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রায়পুরে ১৩ হাজার ফলদ চারা ও কৃষি উপকরণ বিতরণ

রায়পুরে ১৩ হাজার ফলদ চারা ও কৃষি উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং আম, নারিকেলসহ বিভিন্ন ফলের প্রায় ১৩ হাজার চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলি, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মান্নান, উপজেলা বিআরডি কর্মকর্তা আব্দুস সাত্তার এবং রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর সুমন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রায়পুর উপজেলার প্রায় ৪৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল ধানের বীজ, রাসায়নিক সার এবং আম, নারিকেল, তালসহ বিভিন্ন ফলজ গাছের ১৩ হাজার চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের হাতে হাতে এসব উপকরণ ও চারা তুলে দেওয়া হয়। কৃষকদের মুখে হাসি আর চারা হাতে নেওয়ার দৃশ্য ছিল অত্যন্ত উৎসবমুখর। স্থানীয় কৃষকরা জানান, এমন সহায়তা পেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি পরিবেশও রক্ষা পাবে। তারা সরকারের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত