নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে সার উৎপাদন, মজুত, সংরক্ষণ ও বিক্রির দায়ে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি রায়পুরা উপজেলার লক্ষীপুরা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
গত মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল। মাসুদ রানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে অবমুক্ত করা হয়। এ সময় অভিযুক্তের হেফাজত থেকে বিপুল পরিমাণ অননুমোদিত সার ও সার উৎপাদনের জন্য ব্যবহৃত কনটেইনার জব্দ করা হয়। এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, কৃষি খাতে নিরাপদ ও অনুমোদিত সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।