দাগনভূঞা পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার আওতাধীন দাদনার খালটি সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। পৌর শহর সংলগ্ন নামার বাজার ব্রিজ থেকে খাদ্যগুদামের পেছন পর্যন্ত ৫৫০ মিটার খালের বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়েছে।
পরবর্তী ধাপে দাদনার খালের পশ্চিম অংশ (নামার বাজারের ব্রিজ থেকে আসলাম হাজী জামে মসজিদ) পর্যন্ত আরও ৫৫০ মিটারের সংস্কারের কাজ শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভ। গত ২২ জুন সকালে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক স ম আজহারুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা বলেন, পৌর শহরের ব্যবসায়ী পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। তাই দীর্ঘদিন ধরে স্থানীয়রা খালটি সংস্কার করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিল। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খালটি সংস্কার কাজ শুরু করায় পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। খালটি দিয়ে ঠিকমতো পানি নামতে না পারায় খালের মধ্যেই জমে থাকছে পানি। দীর্ঘদিন জমে থেকে পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।