ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শাহরাস্তিতে ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবি

শাহরাস্তিতে ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক।

গতকাল উপজেলার দোয়াভাঙ্গা গেট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে আযয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে দুই শতাধিক সাধারণ মানুষ।

মানববন্ধনে পৌরসভার বাসিন্দা মো. ইকবাল হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আফজাল হোসেন, একরামুল হক, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল আলম, মো. আব্দুল খালেক, মো. সুমন, মো. মোতালেব, জাবেদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, কামাল হোসেন, মনির হোসেন, মো. সাইফুল, আনোয়ার হোসেন, রিয়াজ মোল্লা, মো. জসিম উদ্দিন, শান্ত হাসান, নাজমুল হাসান, মিজানুর রহমান, মোশারফ হোসেন, রাসেলসহ উপজেলার পৌরসভার ও ১০টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। বিগত ৫০ বছরে যে সব কাজ রাজনৈতিক প্রভাবের কারণে কোনো প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব নিয়ে কাজ করতে পারেনি তা তিনি দায়িত্ব নিয়ে দেখিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ দেখেছে। বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন, পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়। এমন একজন নিষ্ঠাবান অফিসারের এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বন্ধের একটি মাধ্যম।

আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ বাতিল করেন। পাশাপাশি শাহরাস্তি উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার দাবি তুলে ধরের তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত