সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ এই ৫ দফা দাবি আগামী ৪ জুলাইয়ের মধ্যে না মানা হলে আগামী ৫ জুলাই শনিবার থেকে সিলেট জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন * আলোকিত বাংলাদেশ