
রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ভুক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে সকালে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁনমিয়া মোল্লার ছেলে রাকিব মোল্লা এবং গণি শেখের পাড়ার কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট বিকালে ওই দুই তরুণী এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে আসেন। এ সময় গ্রেপ্তারকৃতরা তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে একাধিক দামি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে তরুণীদের উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ধনিচা খেতের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। অসুস্থ অবস্থায় তরুণীরা পাশের একটি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে স্বজনরা এসে তাদের বাড়িতে নিয়ে যান। লোকলজ্জার ভয়ে পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে থানায় অভিযোগ করেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, গুরুতর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।