
গরুকে পানি খাওয়ার জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে খোকসার উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজের বাড়িতে সাজেদা (৫৫) বিদ্যুৎস্পর্শ হয়ে নিহত হন। তিনি এই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে বেঁচে যাওয়া স্বামী মান্নানকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পর্শ বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নিহত নারীর ডান হাতের বাহুর নিচে কয়েক ইঞ্চি লম্বা পোড়া ক্ষত রয়েছে।