ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে মদপানে দুইজনের মৃত্যু

ধামরাইয়ে মদপানে দুইজনের মৃত্যু

ঢাকার ধামরাইতে মদপানে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বিপ্লব পুজার ধামরাইতে একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন এবং সুদির দিগার নদী থেকে কুচিয়া মাছ শিকার করতো। গতকাল শুক্রবার সকালে ধামরাইয়ের কালামপুর আদর্শ গ্রাম থেকে নিহতদের লাশগুলো উদ্ধার করে পুলিশ। গ্রামবাসী জানান, কাশেমের বাড়ির ভাড়াটিয়া। তারা সবসময় মদ খেয়ে মাতলামি করতেন। গত বৃহস্পতিবার রাতে মদ খেয়ে ঘরে গিয়ে ঘুমায় কিন্তু সকালে পাশের রুমের একজন দেখে তারা বিছানার ওপর পড়ে আছেন। তখন লোকজন ডাকলে বাড়ির মালিক কাশেম এসে দেখে তারা মারা গেছেন। তিনি তার মেয়ের জামাই হৃদয় হোসেনকে ডেকে লাশগুলো বাড়ি থেকে বের করে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে উঠাচ্ছিলেন। তখন স্থানীয়রা টের পেয়ে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশকে অবহিত করে। ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই ইব্রাহিম পাটোয়ারী এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার কালামপুরের আদর্শগ্রামে মদ্যপানে দুজনের মারা যাওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, মদপানের পর তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত