
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম। গত বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ওয়াপদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় বিভিন্ন খালের দূষণরোধে জনসচেতনতামূলক গ্রিন অ্যান্ড ক্লীন এর আওতায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এরমধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।