ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশে পঞ্চম পীরগঞ্জ উপজেলা

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরলস প্রচেষ্টা

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরলস প্রচেষ্টা

সারা দেশব্যাপী চলমান জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে ২য় স্থান ও সারাদেশে মধ্যে ৫ম স্থান অর্জন করেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা। এ সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। তার সঠিক দিকনির্দেশনা অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলাফলে এ অর্জন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২২ দশমিক ৪০ শতাংশ অর্জিত হয়েছে। জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা। আর প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা (১৩৫ দশমিক ২২ শতাংশ) ২য় হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা এবং তৃতীয় হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা । স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফলে এ অর্জন। নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কার ভিত্তিক প্রতিযোগিতা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ছিল পর্যাপ্ত পরামর্শ স্বরুপ নির্দেশন। আর যার ফলশ্রতিতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাফল্যের ফলস্বরূপ এ কৃতিত্ব অর্জন হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, ইউনিয়ন পরিষদের সবাই আমার এ কার্যক্রমে যথেষ্ট সহযোগীতা করেছেন। তাই এ সফলতা এসেছে। আমি আশা করছি সবার সহযোগিতায় আগামীতে আরও ভালো করার চেষ্টা করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত