
শ্যামনগরে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতার বিড়ি, ক্যান্সারের ওষুধসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত শুক্রবার ভোরে সুন্দরবনের খাল থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কামান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পথে ভারত থেকে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। আটক কৃত হলেন- কৈখালির রুহুল গাজীর ছেলে আজিজুল হক ভেটখালী গ্রামের মৃত ফারুক গাজীর ছেলে আশরাফ হোসেন মুন্সিগঞ্জ বৈষখালী গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে সোববান মোল্লা কৈখালি গ্রামের মুনসুর মোল্লার ছেলে দেলোয়ার হোসেন। অভিযানে আটক আসামি ও জব্দ মালামাল কালিগঞ্জ সেনা ক্যাম্পে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে মালামালসহ আটকদের হস্তান্তর করা হয়। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি হুমায়ন কবির মল্লা বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।