
চুয়াডাঙ্গা উপজেলার জগন্নাথপুর সীমান্ত থেকে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এই রুপা উদ্ধার করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একটি দল জগন্নাথপুর সীমান্তের ৯৬ নম্বর মেইন পিলার সংলগ্ন ঈশাড়ার মোড়ে ওঁৎ পেতে ছিল। ওই সময় মোটরসাইকেলযোগে দুইজন চোরাচালানি সীমান্তে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাদের মোটরসাইকেল থামায়। চোরাচালানিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জগন্নাথপুর বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার আব্দুল সাত্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।