
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামী-স্ত্রীর বিষপানের পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- দেলোয়ার হোসেন (২৫) উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামের. বারেক মিয়ার ছেলে এবং রাখি বেগম (১৮) একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন।