
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ইছামতী নদীতে গোসল করার সময়, আজমাইন (৮) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে ইছামতী নদীর ত্রিপল ব্রিজে গোসল করার সময় এ ঘটনাটি ঘটে। নিখোঁজ আজমাইন দক্ষিণ নগর ডাঙ্গাপাড়া গ্রামের অহেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দুপুরে আজমাইনসহ তার কয়েক বন্ধু মিলে ইছামতী নদীর ত্রিপল ব্রিজের নিচে গোসল করছিল। কয়েদিনের টানা আকাশের বৃষ্টি জন্য নদীর পানি বাড়ছে ও পানির স্রোত চলছে। সেই পানির স্রোতে নিখোঁজ হয় আজমাইন।