ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উল্লাপাড়ায় ভেড়া পালনে স্বাবলম্বী নারী উদ্যোক্তা

উল্লাপাড়ায় ভেড়া পালনে স্বাবলম্বী নারী উদ্যোক্তা

ভেড়া পালনে স্বাবলম্বী হচ্ছেন সমতল ভূমির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক নারী। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের সুনতী মাহাতো (৪১)। কষ্ট আর অভাবকে তাড়িয়ে ভেড়া পালনে এখন সংসারে আলোর মুখ দেখছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত নারীর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছি এলাকায় বিয়ে হয়েছিল। স্বামীর বাড়িতে না থেকে তিনি ফাজিলনগর গ্রামে ছোটো একটি ঘরে দুই সন্তান নিয়ে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠী অন্য নারীদের সঙ্গে এলাকায় কৃষি কাজে মজুরি বেচেছেন। সুনতী মাহাতো দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে যুদ্ধ করে আসছিলেন এবং এ নারী এলাকার কৃষকের কৃষি কাজের সঙ্গে অন্যান্য কাজও করেছেন। এ কাজের মজুরি দিয়ে খেয়ে না খেয়ে সংসার চালাতেন। তার এ দুঃখ কষ্টের দৃশ্য নজরে আনেন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ। এ বিভাগ থেকে তাকে বিনামূল্যে দুটি ভেড়া দেয়া হয়। এ ভেড়া পেলে তিনি স্বাবলম্বী হবেন এমন প্রত্যাশায় তাকে ভেড়া দুটি দেওয়া হয়েছে। এরমধ্যে একটি ভেড়া কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যায় এবং আরেকটি ভেড়া সযত্নে পালন করতে থাকেন। এ ভেড়া থেকে সুনতী মাহাতোর পালে এখন ৬টি ভেড়া রয়েছে এবং সেইসঙ্গে ৪টি ছাগলও পালছেন তিনি। এরইমধ্যে ১টি ভেড়া বিক্রি করেছে এবং ছাগলের দুধও স্থানীয়ভাবে বিক্রি হয়ে থাকে। ভেড়া ছাগল পেলেই তিনি সংসারে আলোর মুখ দেখছেন। সকাল বিকাল তিনি এলাকার মাঠে ছাগল ভেড়াগুলো চড়ান এবং ছেলে অসিত মাহাতো এখন একটি দোকানে কাজ করছে। ভেড়া ছাগল পেলে ওই নারী অভাবকে তাড়িয়ে এখন স্বাবলম্বী হচ্ছেন বলে তিনি দাবি করেন। তার ভেড়া ছাগল পালন দেখে অনেক নারীও এ পালনে এ আগ্রহী হয়ে উঠছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারগুলোর আর্থ সামাজিক অবস্থা ও জীবন মান উন্নয়নের জন্য প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রকল্প নেয়া হয়। তিনি সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের অনেকেই ভেড়া, গরু, হাঁস মুরগি লালন পালন করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন। এরইমধ্যে প্রাণিসম্পদ বিভাগ থেকে বিনামূল্যে দেওয়া ভেড়া ও বকনা গরু থেকে একাধিক গরু ও ভেড়ার মালিক হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত