
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল/প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চার দিনব্যাপী চাকরিকালীন বিশেষ প্রশিক্ষণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান (এনডিসি)। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত মাহব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার। প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের উপমহাব্যবস্থাপক (ক্রয়) দেলোয়ার হোসেন। গতকাল জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এ বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন, চুক্তিকরণ সম্পর্কিত, পিপিআর-২০০৮ অনুসরনে টেন্ডার আহ্বান পদ্ধতি, বাছাইকরণ, তুলনামূলক বিবরণী প্রস্তুকরণ, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, উপ-মহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল, ব্যবস্থাপক (পরিঃপ্রকৌ) একেএম কামরুল হাসান, সহ-ব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ আগামী মঙ্গলবার শেষ হবে।