প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ আগস্ট, ২০২৫
বান্দরবান জেলা সদরের রাজার মাঠে গত শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। অনুষ্ঠানে শুরুতে
বিভিন্ন অধিবাসী জনগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশিষ্ট লেখক ও আদিবাসী চলচ্চিত্র নির্মাতা, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি বান্দরবানের আহ্বায়ক ডা. মং ঊষাথোয়াই, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, খান আসাদুজ্জামান মাসুম, সভাপতি বাংলাদেশ যুব ইউনিয়ন, দীপায়ন খীসা কেন্দ্রীয় সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও উইন মং জলি সহসাধারণ সম্পাদক-জনসংহতি সমিতি। ষ আলোকিত বাংলাদেশ