ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলাসহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে করার দাবিতে গতকাল শনিবার সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য :

রাজবাড়ী : রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আজু শিকদার, দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সঞ্জিত দাস, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক সুমন বিশ্বাস, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশিস বিশ্বাস, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুদ রেজা শিশির, জনকণ্ঠের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আল মামুন, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কবির হোসেন।

নড়াইল : নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ওই স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়। নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দীকি, নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দী প্রমুখ। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু। আনন্দ টেলিভিশনের সাংবাদিক ইমরান হাসানসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যরাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার : কক্সবাজার পৌরসভার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক) এবং জেলার কর্মরত সাংবাদিকরা। কর্মসূচির আয়োজন করেন ক্র্যাক সভাপতি ও দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি ও অনুসন্ধানী সাংবাদিক জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচএমএম এরশাদ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক কক্সবাজারের তাজুল ইসলাম, টিটিএন সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না, আবদুর রশিদ মানিক, আমিন, ইয়ার রহমান আনান, মাহবুব আলম মিনার, সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, রিপনসহ প্রমুখ। মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন, যা পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নওগাঁ : জেলা শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণত সম্পাদক রিফাত হোসাইন সবুজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোর্টার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেক প্রমুখ।

কুষ্টিয়া : কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী : নোয়াখালীহ জেলার চৌমুহনী, কবিরহাট, মাইজদী ও সোনাইমুড়ীসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে জেলা কর্মরত সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কবির হাট উপজেলার সভাপতি জহিরুল হক জহিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নুর আলম বিপ্লব, আবদুল্লাহসহ জেলা উপজেলার কর্মরত সাংবাদিকরা।

মুন্সীগঞ্জ : টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগরের ডাকবাংলো মোড়ে এই মানববন্ধনে সাংবাদিকরা নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিক তুহিন হত্যার বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টান্ত স্থাপনের জন্য সাংবাদিকরা আহ্বান জানান সরকারের প্রতি। এ সময়ে বক্তব্য রাখেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেনসহ সাংবাদিক সংগঠনের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার আখাউড়া ও নবীনগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আখাউড়া প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে পৌরশহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মুখে কালো কাপড় বেঁধে ও হাতে ফেস্টুন নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেুবেল আহমেদ প্রমুখ। নবীনগরে একই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীনগর প্রেসক্লাব এক মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সাংবাদিক শাহনুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য দেন, দৈনিক ঢাকার উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটন, মানবজমিন প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আমার দেশ প্রতিনিধি জালাল উদ্দিন মনির, সংবাদ প্রতিনিধি আসাদুজ্জামান কল্লোল, মোহনা টিভির প্রতিনিধি সাইদুল আলম সোরাফ প্রমুখ।

নরসিংদী : নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে জেলার সব সাংবাদিকরা অংশ নেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বেলাল হোসাইন, ফরিদ আহমেদ ময়না, মশিউর রহমান ফিরোজ, এসএম বিপ্লব হোসেন, মুনছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইমরান হোসেন, সাংবাদিক আমিনুর রহমান, ইদ্রিস আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।

চাঁদপুর : চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদেরের সঞ্চালনায় বক্তব্য দেন- সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভূঁইয়া। মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

গাইবান্ধা : গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।

রংপুর : রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্যসচিব লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আতিক হাসান প্রমুখ। মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিসিএ রংপুর, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রেসক্লাব, পীরগাছা প্রেসক্লাব, প্রেসক্লাব কাউনিয়া, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহণে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (নয়া বঙ্গবাজার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (আমাদের কণ্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (গণমুক্তি) এর যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপি যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (বঙ্গজননী), তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ।

হাজীগঞ্জ : হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে হাজিগঞ্জ বড় মসজিদের মেইন গেটের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় হাজিগঞ্জ প্রেসক্লাবের নেতারা এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

তাড়াইল : তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি করেন মুকুট রঞ্জন দাস। বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল। এছাড়া দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

হোসেনপুর : হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম, ইত্তেফাক পত্রিকার প্রদীপ কুমার সরকার, জনকণ্ঠ প্রতিনিধি এসএম তারেক নেওয়াজ, মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, আমার দেশ প্রতিনিধি উজ্জল কুমার সরকার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আশরাফ আহমেদ, আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিতশীল, মুক্ত খবর ও মুভি বাংলা প্রতিনিধি মাহফুজ রাজা সকালের সময় প্রতিনিধি মিজানুর রহমান, তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান হক মানিক, আমাদের সময় প্রতিনিধি খাইরুল ইসলাম, কালের নতুন সংবাদ প্রতিনিধি সোহেল মিয়া, নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব, যায়যায়দিন প্রতিনিধি এসএম রিফাত, রুপালী বাংলাদেশ প্রতিনিধি সাগর মিয়া, তৃতীয়মাত্রা হোসেনপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

দাউদকান্দি : দাউদকান্দি মডেল থানা সংলগ্ন শহিদ রিফাত পার্কের সামনে উপজেলার সব সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- হানিফ খান (নয়াদিগন্ত), শামীম রায়হান (জনকণ্ঠ), মোহাম্মদ আলী শাহীন (আমাদের সময়), জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), সেলিম আহমেদ (ইনকিলাব), লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীরহোসেন (কুমিল্লার কাগজ), শরীফ প্রধান (ইত্তেফাক), হোসাইন মোহাম্মদ দিদার (বাংলাদেশ টুডে), মোশায়ারা আক্তার জলি (আলোকিত বাংলাদেশ), কামরুল হক চৌধুরী (অভজার ভার) শাহাবুদ্দিন (মোহনা টিভি), মাসুদ বিন ইদ্রিস (আনন্দ বাজার) শাহাবুদ্দিন (কালবেলা) তৌফিক রুবেল (সংগ্রাম) রাজীব হোসেন জয় (নিরপেক্ষ) ও আনাফ তিহামী (ঢাকা টাইমস) প্রমুখ।

সোনারগাঁ : পৌর এলাকার উদ্ধবগঞ্জে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি এমএম সালাউদ্দিন। বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন এবং প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন। এছাড়া নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত