ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করা হবে’

‘সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করা হবে’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সব স্টোডিয়ামগুলোকে যথাযথ খেলাধুলার উপযোগী করা হবে। স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার শহরের কানাইখালী এলাকায় নাটোর মিনি স্টেডিয়াম থেকে সারা দেশে ১৪টি মিনি স্টেডিয়াম ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টেডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথা ব্যবহার ও খেলাধুলার উপযোগী করতে হবে। তাহলে সুপ্রসারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি। সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। সেক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রাণালয়। ক্রীড়াঙ্গনকে সচল করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত