প্রিন্ট সংস্করণ
০০:০০, ১১ আগস্ট, ২০২৫
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে গতকাল রোববার শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া প্রমুখ * আলোকিত বাংলাদেশ