ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্যামনগরে বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ উচ্ছেদ

শ্যামনগরে বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ উচ্ছেদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ ‘নাইন্টি পাইপ’ উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ও প্রশাসন। দীর্ঘদিন ধরে বাঁধের ভেতর দিয়ে এ পাইপগুলো ব্যবহার করে চিংড়ি ঘের মালিকরা ঘেরে পানি তুলে আসছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ মনে করেন (পাউবো)।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার উচ্ছেদ অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল থেকে শ্যামনগরের ৫ নম্বর পোল্ডারের অন্তর্গত আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের এসব অবৈধ পাইপ অপসারণের কাজ শুরু করা হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এ উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত