ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার

কুড়িগ্রামে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার

গত এক সপ্তাহে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়।

আটকরা হলেন- জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ)-১২৫টি, ভারতীয় মদণ্ড৬৩৫ বোতল, গাঁজা-১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস, জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস, ভারতীয়-৭৯ হাজার রুপি, চকলেট বাজি-৪৫ হাজার ১৫০ পিস, কসমেটিকস আইটেমণ্ডবিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত