ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল সারাদেশ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।

টাঙ্গাইল : জেলাশহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইথেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে বলেন, একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে। এসব দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণও সেই ষড়যন্ত্রেরই অংশ। এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়া : জেলা শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেট হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধারা দুই দফা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহনে থাকা যাত্রী সাধারন। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেন। এক পর্যায়ে আহত জুলাই যোদ্ধারা সড়ক থেকে সরে এসে অবরোধ তুলে নেন। অবরোধ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- কুষ্টিয়া সদর উপজেলা আহত জুলাই যোদ্ধা কমিটির সভাপতি তাজমুল ইসলাম, সাধারন সম্পাদক তাইফ হাসান, কুমারখালী উপজেলা কমিটির সভাপতি আমির হামজা, সাধারন সম্পাদক আবু হানিফ, কুষ্টিয়া জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মনিরুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব নাজমুস সাকিব, আরিফুল ইসলাম প্রদীপ, আহত জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম ও এনসিপি নেতা রাসেল হোসেন, জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থী বাপ্পী প্রমুখ।

কিশোরগঞ্জ : জেলা শহরের রথখোলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। বক্তারা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

রংপুর : নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর স্টেশন রোড, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, ওসমান হাদীর ওপরে নির্মম ভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে। ওসমান হাদির ওপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, যারা দেশের ও পরিস্থিতি শীল সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই অন্তর্বতীকালীন সরকার তার প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে। এসময় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট দোস ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যেকোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে। এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক এরদাশ উল্লা গণসংযোগকালে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি। গতকার স্থানীয় বিসিক ব্রীজের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়াক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. কেএম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

নওগাঁ : জেলা এনসিপির উদ্যোগে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এবি পার্টির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তি নওগাঁ জেলা শাখার সদস্যসচিব হাসিবুল হৃদয়, মুখ্য সংগঠক শাকিব খান প্রমুখ। একই দাবিতে শহরের কেডির মোড় দলীয় কার্যালয় হতে বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে সমাবেত হয়। এতে বক্তব্য রাখেন- খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ বিভিন্ন নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন তারা।

সিরাজগঞ্জ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের (সতন্ত্র) এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম, আবু সাইদ সুইট, মুন্সি জাহেদ আলম, এনামুল হক প্রমুখ।

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) : উপজেলার মোর এলাকায় এ মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার মোর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। এসময় আরও বক্তব্য রাখেন- জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ এবং জেলা গণধিকার পরিষদের সদস্যসচিব রাসেল হাসান। বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কিশোরগঞ্জ (নীলফামারী) : উপজেলায় বিএনপির ডাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঝর্ণার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত