
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২২) নামে এক যুবকের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ ভারী কোনো বস্তুর আঘাতে থেতলানো ছিল।
গতকাল শনিবার বিকাল সোয়া ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের পাশে ঝোঁপের মাঝে ফেলে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।