
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মো. রাব্বি (২১) উপজেলরা শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গুলিবিদ্ধ রাব্বিকে নবীনগর হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়, বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিসি দরবার চলছিল। সেই শালিস দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। শালিস শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।