ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

পাল্লা দিয়ে বাইক চালাতে গিয়ে নিহত এক

পাল্লা দিয়ে বাইক চালাতে গিয়ে নিহত এক

সিরাজগঞ্জের মহাসড়কে পাল্লা দিয়ে মটরসাইকেল (বাইক) চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল বন্ধু রুহান উদ্দিন (২৫)। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে। সে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের লিটনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত রোববার বিকালে রুহানসহ তিন মটরসাইকেলে ছয় বন্ধু বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া মোড় থেকে দ্রুতগতিতে পাল্লা দিয়ে নৌবন্দর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় রুহানের মটরসাইকেল অন্য বন্ধুর মটরসাইকেলে ধাক্কা লাগে। একপর্যায়ে উল্লেখিত স্থানে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুহান নিহত হয় এবং অন্য বন্ধু সবুজকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় ওইদিন রাতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত