
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা। এতে মূখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সায়েন্টিফিক অফিসার মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাহিম বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আব্বাস আলী প্রমুখ।