
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে ৫ জন নিখোঁজ হওয়ার ২৩ দিন পর গতকাল বুধবার ভোরে যশোর ঝিকরগাছা হাজিরবাগ ইউনিয়নেরকুল্লা গ্রামের রেজাউলের তালাবদ্ধ গোডাউন থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন- জীবননগর উপজেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন, আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন, আনার ও তার ছেলে সফি এবং শওকত আলীর ছেলে হাসান আলী। এ সময় একজন নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলা নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু জামাল নাসেরের নেতৃত্বে জেলা পুলিশ সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ দল, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জীবননগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানার সহযোগিতায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাদ ইউনিয়নের কুল্লা গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে তাদেরকে উদ্ধার করে। এই সময় শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, সাগরিকা খাতুন ও গ্রাম্য চিকিৎসক বিকাশ দেবনাথকে আটক করে। উল্লেখ্য, উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁচ কেজি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালানীদের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়, এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে স্বপন , আবুল হোসেন, আনার , শফি এবং হাসান নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে গত ২১ অক্টোবর শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।