
যশোরের কৃতি সন্তান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক এমপি অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য (৮০) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় বেজপাড়ার ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়।
যশোরের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য। তিনি রাজনীতির সর্বোচ্চ স্থান, অর্থাৎ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েও অর্থবিত্ত-বৈভব অর্জন করেননি। মৃত সুধীর কুমার ভট্টাচার্য্য ও মৃত ঊষা রানী ভট্টাচার্য্যরে সাত সন্তানের প্রথম সন্তান পীযুষ কান্তি ভট্টাচার্য্য ১৯৪০ সালের ১ মার্চ যশোর জেলার মণিরামপুর থানার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন।