
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় পানি নিষ্কাশনের জন্য ১৫০০ মিটার পাইপ লাইনের কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাইপ লাইন কাজের উদ্বোধন করেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা। এ সময় তিনি জানান, সুতিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালিথা পূর্বপাড়া রাইজিং পোশাক কারখানা থেকে হাজী বাচ্চু মিয়ার মসজিদ হয়ে খলিলের বাড়ির সম্মুখ হয়ে পূর্ব দিকে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত প্রায় ১৫০০ ফুট দীর্ঘ পানি নিষ্কাশনের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এই পাইপ লাইনের কাজ শেষ হলে এই এলাকায় পানি জলবদ্ধতা দূর হবে।