ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের দুস্থ ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা বিএনপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার কান্দাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তাহের তালুকদার।

৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এদের মধ্যে ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান রতন, সহকারী অধ্যাপক ডা. মাকসুদ আলম মাসুদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান, গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মরিয়ম আক্তার, ইউরোলজি বিভাগের ডা. দীপ নৌশাদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত