ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভূমিকম্পের সময় নরসিংদীতে পাশের বাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে, পাকুন্দিয়া পৌরসভার উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পাশের কবরস্থানে তাদেরকে দাফন সম্পন্ন হয়। নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। গত শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তারা আহত হওয়ারর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। এ ঘটনায় আহত হয়ে দেলোয়ার হোসেন উজ্জ্বলের দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত