ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘নির্বাচন দেরি হলে সংকট বাড়বে’

‘নির্বাচন দেরি হলে সংকট বাড়বে’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে দেশের রাজনৈতিক সংকট তত গভীর হচ্ছে। তার দাবি, রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত; বিলম্ব হলে অস্থিরতা আরও বাড়বে।

গতকাল রোববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। মান্না বলেন, নির্বাচন কমিশন এখনও তারিখ পরিষ্কারভাবে জানাচ্ছে না। প্রথমে কমিশন জানিয়েছিল চলতি মাসের ৭ বা ৮ তারিখের দিকে তফসিল ঘোষণা হতে পারে। পরে শোনা যায় ১১ তারিখও সম্ভাবনায় আছে। এই অনিশ্চয়তাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান প্রশ্নাতীত। দীর্ঘদিন ধরে নানা নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন তিনি। দেশের মানুষ চায় তিনি নির্বাচনী প্রক্রিয়ার অংশ হোন। তার বর্তমান শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। নির্বাচনি পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসতে পারে কি না- এ ভাবনাও মাথায় আসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক।

আন্দোলন ও রাজনৈতিক সমন্বয়ের প্রসঙ্গে মান্না জানান, গত পনের বছরে বিএনপিসহ নানা রাজনৈতিক দলের সঙ্গে তাদের লড়াইয়ে সহযোগিতা ছিল।

এখনও যোগাযোগ বজায় আছে, আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো নির্বাচনি সমঝোতা হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, নাগরিক ঐক্য এককভাবে কিছু করতে চায় না; সমন্বয়ের মাধ্যমে এগোতে চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম বাবলুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। পরে শহরের কলেজমোড়ের বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশেও মান্না বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত