ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নকল ওষুধ কারখানায় অভিযান, সিলগালা

নকল ওষুধ কারখানায় অভিযান, সিলগালা

নওগাঁয় নকল মৎস্য ও প্রাণী ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ওষুধ তৈরির উপকরণসহ বিভিন্ন মালামাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসান। তবে অভিযানের সময় কারখানার সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, সদর উপজেলার ডাক্তারের মোড় সংলগ্ন সামসুদ্দীনের নর্থ বেঙ্গল গ্রেইন ইন্ডাস্ট্রিজ লিমিলেট অটোরাইস মিলের কাছে মেইন রোড সংলগ্ন একটি চালকলের গুদাম ভাড়া নিয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই গোপনে গড়ে তুলেছিলেন নকল মৎস্য ও প্রাণী ওষুধ তৈরির কারখানা। সেখানে বিভিন্ন কোম্পানির নাম ও মোড়ক ব্যবহার করে নকল মৎস্য ও প্রাণী ওষুধ তৈরি এবং বাজারজাত করে আসছিল।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এসময় গুদামে তালাবদ্ধ থাকায় গুদামের মালিকের উপস্থতিতে তালাভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এখানে এভেটা, নাভারা, বাজাজ ও গ্ল্যাক্সো গ্রুপসহ এগ্রোভেট কোম্পানির নাম ও মোড়ক ব্যবহার করে নকল মৎস্য ও প্রাণী ওষুধ এবং ওষুধ তৈরির উপকরণ ও মেশিন পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয় এবং কিছু নমুন সংগ্রহ করা। এসব ভেজাল ওষুধ বাজারজাত করায় গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছিল আসল কোম্পানির বাজারজাত করা ওষুধের। দিন দিন নষ্ট হচ্ছিল তাদের সুনাম। অপরদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বিভিন্ন মৎস্য চাষিরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, গ্ল্যাক্সো এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক নাসিম আহমেদ ও সদর থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নওশাদ হাসান বলেন, এখানে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে অবৈধভাবে নকল মৎস্য ওষুধ তৈরি করা হচ্ছিল বলে গোপন সংবাদে জানা যায়। পরে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির বিভিন্ন উপকরণসহ অনেক মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া কিছু মালামাল ধ্বংস করা হয়েছে। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায় নি। পরবর্তীতে এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত