
নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে তিনি শিশুদের বিনোদনের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করেন। গতকাল সোমবার সদর উপজেলার আয়োজনে ওই প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং মিনি পার্ক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার, সদর উপজেলার প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, সরদার এনায়েত নগর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল এবং প্রতিষ্ঠানটির উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক মো.
রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে।