
জেলা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. আল আজিম হোসেন মাত্র ২৪৫ দিনে (৮ মাস ৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হলেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত নতুন বছরের সবক (পাঠদান) ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজিম শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের পন্ডিত বাড়ির মো. মনির হোসেনের ছেলে। তার বাবা একজন প্রবাসী। সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস শহীদ উল্যাহ। তিনি বলেন, আজিমের এই সাফল্য পবিত্র কোরআনের একটি মো’জেজা (নিদর্শন) এটি আমাদের সমাজের জন্য গর্বের। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর একাডেমির অধ্যক্ষ মো. আলী আজগর মিয়াজী, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল প্রমুখ।