
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার চবির সহযোগিতায় গত রবিবার দুপুর ২টায় ‘উচ্চমানের গবেষণা, প্রকাশনা এবং সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার চবি কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের প্রফেসর ড. মাইন উদ্দিন খন্দকার। সেমিনারে মূল বক্তার বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান গবেষণার নানা বিষয় তুলে ধরেন। তিনি শিক্ষার্থী ও নবীন গবেষকদের কীভাবে গবেষণা করতে হবে, কীভাবে গবেষণার মঞ্জুরি নিতে হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার অবদান আলোচনা করেন। সর্বোপরি একটি মানসম্মত গবেষণা করার যাবতীয় দিক আলোকপাত করেন তিনি।
এছাড়া সেমিনারের আলোচক প্রফেসর ড. মাইন উদ্দিন খন্দকার গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা এবং বৈশ্বিক গবেষকদের সাথে সমন্বয়ের মাধ্যমে কীভাবে একজন শিক্ষার্থী বা শিক্ষক তাদের পেশাগত জীবন সমৃদ্ধ করতে পারেন, সে বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। চবি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, চবি পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা।