ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি : মহাপরিচালক

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি : মহাপরিচালক

ভিডিপিকে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে আখ্যায়িত করে সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ের নিরাপত্তা কাঠামোর প্রকৃত প্রতিনিধিত্ব করে। আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পূজামণ্ডপ ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ এবং জরুরি মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তারা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি গতকাল সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী স্তম্ভ গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন।

উৎসবমুখর এই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপ-মহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। তিনি ভিডিপির গৌরবময় ইতিহাস, বর্তমান অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনার সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরে বলেন- গ্রাম ও নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে প্রায় ৬০ লাখ সদস্যের এক বিশাল স্বেচ্ছাসেবী পরিবারে। এই ঐতিহাসিক দিনে আমি ভিডিপির সব সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

মহাপরিচালক বলেন, আধুনিক কর্মমুখী প্রশিক্ষণ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ ঋণ ব্যবস্থাপনায় ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় ভিডিপি সদস্যরা কৃষি, মৎস্য ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবে। এর মাধ্যমে ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি তৃণমূল অর্থনীতি ও সামাজিক পরিবর্তনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন’ প্রকল্প এরইমধ্যে পরীক্ষামূলকভাবে দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় চালু হয়েছে। পরিকল্পিত ও টেকসই অর্থনৈতিক সুরক্ষা কাঠামো হিসেবে এই প্রকল্প দেশব্যাপী ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিপি প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে উপস্থিত সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাহিনী প্রধান বলেন- অদম্য সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেম বুকে ধারণ করে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে ভিডিপিকে আরও সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও সমৃদ্ধশালী বাহিনীতে পরিণত করা যায়। তাতেই ভবিষ্যৎ বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নের একটি নির্ভরযোগ্য ভিত্তি গড়ে উঠবে। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বিটাক ও সহজ ডটকমের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে ভিডিপি ও টিডিপি সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সব ভিডিপি সদস্যকে আধুনিক ডিজিটাল ডাটাবেজ অঠগওঝ-এর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ-তরুণীদের নিয়ে ভিডিপির সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা হয়েছে। এর আগে শান্তির প্রতীক পায়রা উড়ানো, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে ভিডিপির গৌরবময় যাত্রা শুরু হয়।

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মধ্য দিয়ে ভিডিপি দিবস পালিত : ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ভিডিপি দিবস- ২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টের কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজিজুল হক বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। উদ্বোধন শেষে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়। দিবসটির আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজিজুল হক বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর আজ ভিডিপি বাহিনী ৫০ বছরে পদার্পণ করেছে। জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুগের প্রয়োজনে বর্তমানে ভিডিপি সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে দেশের যেকোনো দুর্যোগে তারা দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, দুর্যোগসহ সংকটকালে সর্বপ্রথম মাঠে নামার মানসিকতা নিয়ে ভিডিপি সদস্যরা সব সময় প্রস্তুত থাকে। তিনি ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরও তৎপর থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন পদবীর শতাধিক কমান্ডার অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ বিভিন্ন পদবীর ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

রংপুরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুরে ভিডিপি দিবসটির কর্মসূচির সূচনা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। পরে বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পিভিএম, পিভিএমএস এর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়। ভিডিপি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর রেঞ্জের রেঞ্জ উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পিভিএম, পিভিএমএস বক্তব্যে বলেন- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো ক্লান্তিলগ্নে সমস্যার মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরও তৎপর থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন- বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ নানামুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তারা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষিত সদস্যরা সবসময় প্রস্তুত থাকে এবং দুর্যোগ মোকাবিলায় সর্বপ্রথম মাঠে নামতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস ভিডিপি দিবসে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, জেলার ভাতাভোগী আনসার ভিডিপির সদস্য ও ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবীর সদস্য, মনিটরিং মাঠকর্মী ও মিডিয়ার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত