
সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক রফিকুল আলম খান মঞ্জু (৮০) আর নেই। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা (বড়বাড়িয়া) গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর্মজীবনে শহরের মুক্তারপাড়া মহল্লায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে ওই নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি গতকাল রোববার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজাদ, দৈনিক বাংলা, দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ পত্রিকা ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি স্থানীয় একাধিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিবেদক ছিলেন এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতারা ও সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।