ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নদীতে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

নদীতে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজের ৫ দিন পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুরিয়া এলাকার চিংগুরিয়া খালের মোহনায় ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চিংগুরিয়া খালের মোহনায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি মিজানুর রহমানের পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে লাশটি মিজানুর রহমানের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় খেয়ায় যাত্রী পারাপারের কাজ করছিলেন মিজানুর রহমান। এ সময় পোনা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও তীব্র স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে নিখোঁজ থাকার কয়েক দিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মিজানুর ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত