নদীমাতৃক বাংলাদেশ। বলা চলে দেশে সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ-নদী। ছোট-বড় মিলিয়ে এর সংখ্যা প্রায় ৭০০। তবে দুঃখজনক হলেও সত্য, আজকাল এসব নদ-নদী চলার গতি হারিয়ে ফেলছে। নদীর বুকে জেগে উঠেছে চর। বহু নদীতে মাছ নেই, জেলেরা প্রায় বেকার, পানিও ব্যবহারোপযোগী নয়। বেশিরভাগ কারণই মানবসৃষ্ট। যা মোটেও কাম্য নয়। নদী একটি দেশের প্রাণ। তাই নদী বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। নদীর নাব্য বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আরও যে কাজটি করা প্রয়োজন; তা হলো নদীকে বিজ্ঞানভিত্তিক শাসন। দেশে যে স্বল্পসংখ্যক ড্রেজার রয়েছে এগুলোর মাধ্যমে অব্যাহত ড্রেজিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রয়োজনে বাড়তি ড্রেজার বিদেশ থেকে আমদানি করতে হবে। এ কাজ প্রথমে দেশের বড় নদ-নদীতে করতে হবে। পর্যায়ক্রমে অন্য নদীগুলোতে। আর এভাবেই মরা নদীগুলোর হারানো গতি ফিরিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আর্কষণ করছি।
কালিয়াকৈর, গাজীপুর