ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আবারও ফিরছে কালজয়ী ‘শোলে’

আবারও ফিরছে কালজয়ী ‘শোলে’

বলিউডের ঐতিহাসিক সফলি সিনেমা ‘শোলে’। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছবির রিলকে নতুন সংরক্ষণ করা হয়েছে। পূর্বে দেখা না যাওয়া দৃশ্যগুলোও সংযোজন করা হয়েছে। সেটিই এবার প্রদর্শিত হতে যাচ্ছে ইতালির ইল সিনেমা রিত্রোভাতো উৎসবে। ১৯৭৫ সালে রমেশ সিপ্পির পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২৭ জুন প্রদর্শিত হবে বোলোনিয়ার ঐতিহাসিক পিয়াজ্জা মায়োরে খোলা চত্বরে। আর এখানে চমক হিসেবে থাকছে ছবির সেই শেষাংশ ও বাদ পড়া দুইটি দৃশ্য যা প্রেক্ষাগৃহ সংস্করণে ছিল না। এই প্রথমবারের মতো দর্শক এগুলো দেখতে পাবেন।

সেলিমণ্ডজাভেদ জুটির চিত্রনাট্যে তৈরি ‘শোলে’ অ্যাকশন, প্রতিশোধ, হাস্যরস ও ট্র্যাজেডির মিশেলে অসাধারণ এক সিনেমা। আরডি বর্মনের স্মরণীয় সুর ছবির গানগুলোকে করেছে কালজয়ী। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে প্রাক্তন পুলিশ কর্মকর্তা ঠাকুর বলদেব সিং ও দুই যুবক বীরু ও জয়কে কেন্দ্র করে। তারা ভয়ঙ্কর ডাকাত গব্বর সিংকে ধরতে একত্র হয় এবং মিশন চালায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুড়ী। এতে গব্বর সিংয়ের ভূমিকায় অভিনয় করে কালজয়ী হয়েছেন আমজাদ খান। ছবিটি নতুন করে পুনরুদ্ধার হয়েছে জেনে আনন্দিত এর তারকারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত