ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে : সিয়াম

রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে : সিয়াম

গেল বছর বেশ ভালো কেটেছে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের। ‘জংলি’ সিনেমার মাধ্যমে ডুবতে থাকা ক্যারিয়ারের পুনরুত্থান হয়েছে। পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় ‘আরমান মনসুর’ ক্যামিও চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন সিয়াম।

গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুকে সিয়াম জানিয়েছেন ২০২৫-এর প্রাপ্তি আর নতুন বছরের পরিকল্পনা কথা। অনিশ্চয়তা আর আশঙ্কার মধ্যেই সাফল্যের দেখা পেয়েছেন তিনি। তা উল্লেখ করে সিয়াম লিখেছেন, ‘আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে- মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো, কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।’

বছরের আলোচিত সিনেমা ‘জংলি’র দর্শকরা হলে বসে কান্নায় ভেঙে পড়েছেন, তা প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে নিজের চোখে দেখেছেন সিয়াম। অভিনেতার ভাষ্য, ‘ঈদে লাখ লাখ মানুষ পরিবার নিয়ে সিনেমাহলে এসেছেন ‘জংলি’ দেখতে আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমাহলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি- বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত