
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর রোববার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। গত ২৪ আগস্ট ডাকসু নির্বাচনের আগে-পরে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখার দাবি জানিয়েছিল বাম ধারার সাত সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ। নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ইশতেহার ঘোষণা : ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জমিদারিপ্রথা বিলুপ্ত থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অথচ গত ৩৪ বছর, বিশেষত ১৭ বছরে শিক্ষার্থীরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে দমন-পীড়নের ঘাঁটি। আমরা চাই এমন ডাকসু, যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার রক্ষা করবে, স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হবে। সেই লক্ষ্যেই আমরা বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা করছি।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নপূর্বক একে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের এক নম্বর অগ্রাধিকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে স্টুডেন্ট। ধর্ম-বর্ণ জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা বা মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ থাকবে না। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক ও ক্যাডারভিত্তিক। তাই প্রতিবছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা।’
নুরের ওপর হামলার প্রতিবাদ সাদিক কায়েমের : ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর আসন্ন নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনটি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
সাবেক ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি লেখেন, নুরুল হক নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর এমন ন্যক্কারজনক হামলা প্রমাণ করে আমাদের সংস্কারের অনেক পথ বাকি।