ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সমবেদনা জানাতে তারেকের কার্যালয়ে জামায়াত আমির

সমবেদনা জানাতে তারেকের কার্যালয়ে জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানুষ যে আবেগ ও ভালোবাসার সঙ্গে বিদায় জানিয়েছেন, তা সবার ভাগ্যে জোটে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। খালেদা জিয়াকে অনুসরণ করে অন্য রাজনীতিকদের দেশের জন্য অবদান রাখার কথাও বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। বেগম খালেদা জিয়া তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি (খালেদা জিয়া) গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে।এই সময় যারা দেশ শাসন করেছেন, তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন।

তিনি বলেন, তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেইনি, বরং এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গেছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে এলেন। আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মত উপযুক্ত স্বাস্থ্য থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে, শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে।

পরে তিনি গুলশান কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। এসময়ে জামায়াতের আমিরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। পরে ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। বিপ্লব-পরবর্তী সময়ে আমাদের মাঝে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাঁবেদাররা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখতে এবং জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন ডাকসু ভিপি।

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘আমরা প্রথমেই আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। তারেক রহমানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি ডাকসুসহ দেশের ছাত্রসমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।’

আগামীর রাজনীতি হবে ‘বাংলাদেশপন্থী’ উল্লেখ করে সাদিক কায়েম বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখাই হবে আগামীর রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমাদের যে পথ দেখিয়েছেন, সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।’

তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছর তরুণরা ভোট দিতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত