ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন’

‘ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন’

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেয়ার ব্যাপারে কমিশন বদ্ধপরিকর। এবারের ভোটগ্রহণ হবে ব্যালট পদ্ধতিতে। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, বর্তমানে আমাদের পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। আমরা আশা করছি, ২০২৫ সালের ডিসেম্বরের শেষ বা ২০২৬ সালের জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত