ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন চেয়ে উকিল নোটিশ

বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন চেয়ে উকিল নোটিশ

সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগে জারি করা ‘সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর চারটি ধারা সংশোধনের পদক্ষেপ চেয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী আজমল হোসেন খোকন।

এই আইনজীবী বলেন, কাউন্সিল প্রতিষ্ঠা, কাউন্সিলের সচিব, কাউন্সিলের ক্ষমা ও কাজ এবং হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের সুপারিশ সংক্রান্ত ধারা সংশোধন চেয়েছি। সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের এই কাউন্সিল যাচাই-বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তবে রাষ্ট্রপতি চাইলে কারণ উল্লেখ করে কাউন্সিলের সেই সুপারিশ থেকে কারো নাম ফেরত পাঠাতে পারবেন। এসব বিষয় উল্লেখ করে ২১ জানুয়ারি এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। এর আগে, গত ২৮ নভেম্বর এ অধ্যাদেশের একটা খসড়া সুপ্রিমকোর্টের পক্ষ থেকে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত