ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি’

‘করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি’

করোনার নতুন ধরন শনাক্তের প্রেক্ষাপটে সংক্রমণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। হাসপাতাল পরিদর্শন শেষে মেয়র বলেন, করোনার সংক্রমণ যাতে বাড়তে না পারে, সেজন্য আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে চসিকের উদ্যোগে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, চমেকে এরইমধ্যে একটি পূর্ণাঙ্গ করোনা ইউনিট চালু আছে। ওয়ার্ডে ভেন্টিলেটর, হাইফ্লো অক্সিজেন ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় একটি আইসোলেশন সেন্টার চালু হয়েছে এবং আরো কয়েকটি প্রাইভেট আইসোলেশন সেন্টার চালুর প্রক্রিয়াও চলছে বলে জানান মেয়র। স্বাস্থ্যবিধি কার্যকরে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনসাধারণের উদ্দেশে মেয়র বলেন, সচেতনতা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলাই করোনা প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। এরইমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। আমরা কাউকে ছাড় দেব না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন, ডা. এসএম সারোয়ার আলম, ডা. ইফতেখার মো. আদনান, বাকী বিল্লাহ সবুজ, ডা. মঈনুল, ডা. আশিক আমান ও ডা. লুৎফুর কবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত