ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধের পথে ২০% প্লাস্টিক কারখানা ভ্যাট কমানোর দাবি মালিকদের

বন্ধের পথে ২০% প্লাস্টিক কারখানা ভ্যাট কমানোর দাবি মালিকদের

গত দেড় বছরে প্লাস্টিক খাতের ২০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বা বন্ধের পথে রয়েছে। জ্বালানিসংকট, সুদের হারসহ নানা সংকটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় শিল্পের বিকাশে প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার ও গৃহস্থালি সামগ্রীর ওপর ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিকপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি। গতকাল বুধবার দুপুরে পল্টনে সংগঠনের নিজ কার্যালয়ে বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান সংগঠনটির সভাপতি শামীম আহমেদ। এতে সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ বলেন, ‘গৃহস্থালি প্লাস্টিকপণ্যে আগে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। সেখান থেকে এই বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু আমরা এটা ৫ শতাংশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্লাস্টিক খেলনাশিল্পের সব মিলিয়ে ৮৭ শতাংশের বেশি শুল্ক-কর আদায় করা হচ্ছে। এটা কমানোর দাবি করছি। খাতটি উদীয়মান শিল্প, এখানে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে।’ সংগঠনের সহ-সভাপতি এনামুল হক বলেন, ‘গাজীপুরে আমার কারখানায় দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ চলে যায়। অথচ আড়াই ঘণ্টা সময় লাগে একটি মেশিন গরম হতে। বিল বাড়ছে, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎগ্যাস দেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত